• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ পেলেন নারী উদ্যোক্তারা


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৬:৫৭ পিএম
পঞ্চগড়ে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ পেলেন নারী উদ্যোক্তারা

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ব্যবসায় ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উইমেন অ্যান্ড ই-কমার্সের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের একশ নারী উদ্যোক্তা এই কর্মশালায় অংশ নেন।

সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয়ে সচেতনতা ও কলাকৌশল তুলে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটির অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। এ সময় উইমেন অ্যান্ড ই-কমার্সের নির্বাহী পরিচালক আইরিন পারভীন, পঞ্চগড়ের সফল নারী উদ্যোক্তা এমি আক্তারসহ ছোট বড় অনলাইন কেন্দ্রিক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 

Link copied!