• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারী নিহত


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৫:৫০ পিএম
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারী নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মুনি আক্তার (৩০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে চিলাহাটিগামী আন্তনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেল স্টেশনে পৌঁছানোর আগে পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের রেলব্রিজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মুক্তার হোসেন।

মুনি আক্তার উপজেলার গণিপুর মণ্ডল পাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওই নারী আজ সকালে আক্কেলপুরে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পায়ে হেঁটে রেল লাইন দিয়ে আক্কেলপুরে যাচ্ছিলেন। হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে রেলওয়ের ব্রিজ পার হওয়ার সময় ট্রেন চলে আসে। এ সময় ট্রেনের চালক হর্ন দিচ্ছিলেন। তখন ওই নারী দ্রুত ব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের বাবা মোজাহার আলী বলেন, “আমার মেয়ে জন্ম থেকে বাক্প্রতিবন্ধী। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুরে যাচ্ছিল। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।”

আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রেহেনা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টা ২০ মিনিটে ২৭৫ নম্বর রেল ব্রিজের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে একজন অফিসার পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। 

Link copied!