• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

৯৯৯-এ ফোন করে যৌনপল্লি থেকে উদ্ধার হলেন তরুণী


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৫:০৮ পিএম
৯৯৯-এ ফোন করে যৌনপল্লি থেকে উদ্ধার হলেন তরুণী

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরের যৌনপল্লি থেকে এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে ৯৯৯ এর মিডিয়ার সেল কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে দুই মাস আগে ফরিদপুরের যৌনপল্লিতে ঠাঁই হয়েছিল ওই তরুণীর। তার বাড়ি বান্দরবানে। যৌনপল্লিতে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য হন তিনি। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হতো।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণী জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ফরিদপুরের কোতোয়ালি থানাকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাঈম জানান, তারা ১৯ বছর বয়সী তরুণী কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরে তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারা থানায় এলে তাদের জিম্মায় দেওয়া হয় ওই তরুণীকে।

Link copied!