• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১২:৫২ পিএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্কাস মিজমিজি তালতলা ক্লাব এলাকার মোতালেব মিয়া বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, আক্কাস মঙ্গলবার ভোরে সবজি কেনার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হন। এ সময় পথে ছিনতাইকারী তাকে চাকু দিয়ে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম মোস্তফা বলেন, “মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” 

Link copied!