বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিনাজপুর। আন্দোলনকারীরা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন।
ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ পিকআপ, অ্যাম্বুলেন্স, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সাংবাদিকদের আটটি মোটরসাইকেল। বিক্ষুব্ধ শিক্ষার্থী-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক মানুষ।
রোববার (৪ জুলাই) দুপুর ১২টার পর থেকে দিনাজপুর শহরে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা শহরের পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কের টায়ার জ্বালিয়ে ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকেন। ফলে শহরের ভিতরেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় অতিরিক্ত পুলিশ এসে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বিক্ষিপ্ত ছাত্র-জনতা ও পুলিশ-আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমের গাড়িসহ পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
বেলা ১২টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের বাড়ি ভাঙচুর করে।
চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরে আন্দোলনকারীরা দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে। এতে করে দিনাজপুরের সঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।