জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপির বিরুদ্ধে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের বিক্ষোভে এখন উত্তাল রংপুর।
রোববার (২০ নভেম্বর) বিকেলে স্থানীয় জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবসংহতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজীম, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুখ মণ্ডল ও মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ।
পরে নগরীর পায়রা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীরা দলের চেয়ারম্যানের ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে করা মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।