• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আত্রাইয়ের বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৮:৫০ পিএম
আত্রাইয়ের বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ ও অর্থ জরিমানা করা হয়েছে। রোববার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আলিমের ১৭ বছর বয়সী ছেলে ওমর ফারুকের সঙ্গে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার সিংড়া গ্ৰামের কুদ্দুসের ১৮ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আত্রাই থানার ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। এসময় বিয়ে বন্ধ করে ছেলের বাবাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

Link copied!