• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ, ১৪৪৪

বিয়ে না করেও সহকর্মীকে তালাক, স্কুলশিক্ষক গ্রেপ্তার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৯:০১ এএম
বিয়ে না করেও সহকর্মীকে তালাক, স্কুলশিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলায় স্ত্রীর সন্দেহ দূর করতে বিয়ে না করেও সহকর্মীকে তালাক দিয়েছেন এক স্কুলশিক্ষক (৫৫)। এদিকে এ ঘটনা চানতে পেরে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী সহকর্মী।

এ মামলায় ১৪ সেপ্টেম্বর রাতে ওই স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কয়েক মাস আগে অভিযুক্ত স্কুলশিক্ষক আদালতে তার নারী সহকর্মীকে তালাক দেওয়া-সংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন। কিন্তু বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান আছে। অন্যদিকে আদালতে মামলা করা নারী শিক্ষক বিধবা এবং তার একটি মেয়ে আছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিয়েই হয়নি। স্ত্রীর সন্দেহ দূর করতেই ওই স্কুলশিক্ষক অ্যাফিডেভিট করেন।

Link copied!