• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৪:১২ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া দুই নারী হলেন গোদাগাড়ী উপজেলার আব্দুল জালালের স্ত্রী শেফালী খাতুন (৫৫) এবং নাটোরের লালপুর উপজেলার বাইতুল্লাহ মোল্লার স্ত্রী সখিনা বেগম (৫৫)। শেফালী শুক্রবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এবং সখিনা রাত ৩টার দিকে মারা যান।  

হাসপাতালের পরিচালক শামীম আহাম্মদ বলেন, সখিনা ও শেফালী জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তারা মারা যান।

শামীম আহাম্মদ আরও বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ২১ জন। এদের মধ্যে তিন হাজার ৮০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন।

Link copied!