• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৪:৪৫ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২ নভেম্বর) দুপুরে ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে আইসিইউতে রিকতা নামের এক নারীর মৃত্যু হয় । তিনি
রাজশাহীর চারঘাট উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী।

এছাড়া মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আরেক নারীর মৃত্যু হয়। ওই নারীর নাম মর্জিনা বেগম (৫০)। তিনি একই উপজেলার শহির উদ্দিনের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, মর্জিনা ও রিকতা জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বাইরে কোথাও সফর করেননি তারা। স্থানীয়ভাবেই তারা ডেঙ্গু আক্রান্ত হন। তাদের অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা মারা যান।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৯১৩ জন রোগী। এদের মধ্যে তিন হাজার ৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৫ জন।

Link copied!