ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোশাকশ্রমিক দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দুজন আপন বোন। তাদের আরেক বোনসহ তিনজন আহত হয়েছেন এ দুর্ঘটনায়।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে উথুরা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আসমা ও শিরিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তাদের আরেক বোনসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।