• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৫:৫২ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ওষুধগুলো ধ্বংস করা হয়।

সোমবার (৮ মে) দুপুর ১২টায় উপজেলার পাটগাতী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির।

এসময় গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী রানীসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, কসমেটিকস সামগ্রী, হাঁস-মুরগির ওষুধ রাখার অপরাধে পাটগাতী বাজারের বিকে ফার্মেসিকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রায় ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানা আদায় করার পর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানান তিনি।

Link copied!