• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৩:৫৫ পিএম
পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামের দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক যশোরের কোতোয়ালী থানার গাজীপাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে এবং সোহেল রানা যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে এক পথচারী মোটরসাইকেলের সামনে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সোহেল রানা নিহত হন। পরে আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবরের কাছে হস্তান্তর করা হয়েছ।

Link copied!