গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বৃহস্পতিবার দুপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত ও নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানোর কথা বলেন ওসি।