• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৫:৫৫ পিএম
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফরিদপুরের নগরকান্দায় এক সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪)। তাদের মধ্যে আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর সেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসাথে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। বাড়ির আশাপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করেন। একপর্যায় পুকুরের পানির ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন। তাই একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছে। একসাথে দুটি শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।

Link copied!