• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৯:২০ পিএম
আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির আমদানি কার্যক্রম।

সোমবার (৫ জুন) বিকেল ৬টায় তিনটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরের প্রবেশদ্বার দিয়ে বাংলাদেশে আসে। এরমধ্যে দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি কার্যক্রম। জানা গেছে, এন আলম এন্টাইরপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেছেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এন আলম, বিকে, বিএস, রায়হাট, সালাম, সালেহা ট্রেডার্সসহ সততা বাণিজ্যালয় নামে সাতটি আমদানিকারক প্রতিষ্ঠান মোট ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয় ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। বিকেলে তিনটি ট্রাকে ৬০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে এসেছে। এই পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হলো।

Link copied!