• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ইউপি সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৯:৩৮ এএম
মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ইউপি সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার
ইউপি সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির তিন দিন পরে এক ইউপি সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় ঘটনাস্থলের কাছ থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান (৫০), আরেক জন সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ (৫২) ।

ওসি মোল্লা সোহেব আলী জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় এ ট্রলারডুবির দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাল্কহেডটি আটক করে পুলিশ। এছাড়া ঘটনার দিন ছয় বছরের শিশু ফাহিজা ও ১৮ বছরের নারী শিফা আক্তারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত।

এদিকে, ট্রলার ডুবির এ ঘটনায় অভিযুক্ত বাল্কহেডের মালিক ও চালকসহ ৫ জনকে আসামি করে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেছেন। ডুবে যাওয়া ট্রলারের চালক মো. আলামিনসহ বাল্কহেডের ৩ শ্রমিককে আটক করেছে পুলিশ।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!