• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৩:৩৬ পিএম
৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানা গেছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া এসময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেলা সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে পড়ে। যার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।

রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে ট্রেনটি ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদরের বেতর এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অপর দিকে, রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস মির্জাপুরের মহেড়ায় এবং নীলসাগর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়ে। এতে করে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

Link copied!