• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৩ জ্বিলকদ ১৪৪৫

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ দোকানিকে জরিমানা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৩:৫৮ পিএম
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ দোকানিকে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে নাখারগঞ্জ বাজারের সাদ্দাম ফার্মেসিকে তিন হাজার, একই বাজারের জহুরুল স্টোর এবং ইব্রাহিম স্টোরকে দুই হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ ধ্বংস করা হয়।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল পণ্য বিক্রি করতে না পারে সে লক্ষ্যে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” 

Link copied!