কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৮:৩৯ পিএম
কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

ভোলায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বক্সখালি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় আরও দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা শুভ (২০), লালমোহন উপজেলার সুজিত (৩০) ও বরগুনা জেলার আমতলীর বাসিন্দা মিঠুন (৩৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে বোরহানউদ্দিন উপজেলা বাজার থেকে বাংলাবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে দৌলতখান উপজেলার বক্সআলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত আরও তিন জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!