‘দেশের উন্নয়ন-শান্তির জন্য শেখ হাসিনার বিকল্প নেই’


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১২:৫৯ পিএম
‘দেশের উন্নয়ন-শান্তির জন্য শেখ হাসিনার বিকল্প নেই’

দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।”

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, “মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে, থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।”

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে, তা ভেঙে দিতে হবে। এটা শেখ হাসিনার কথা। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে শেখ হাসিনার এ নির্দেশ মেনে চলতে হবে।”

Link copied!