• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

‘দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে’


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:১৭ এএম
‘দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে’

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার বিচার সম্পন্ন হলেও এখনও খুনিদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের নেতারা।

অভিজিৎ রায় হত্যার ৮ বছর পূর্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অভিজিৎ হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। উল্টো সরকার এখন মৌলবাদীদের সঙ্গে আপস করে চলছে। মৌলবাদীদের চাপে সম্প্রতি পাঠ্যপুস্তকও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগ দেশকে আরও পিছিয়ে দেবে।”

সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে গণজাগরণ মঞ্চ, সিলেট। এ সময় অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে খুন হওয়া এই লেখককে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞানমনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা এবং সরকারের আপসের কারণে এখন মৌলবাদী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষজন কথা বলতেও ভয় পায়। লেখকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না।

অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক আশিক শাওন, শর্মী শারমিন, কবি আবিদ ফয়সাল, মাহবুব রাসেল, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, শিক্ষক নিরঞ্জন সরকার, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সহিদুজ্জামান পাপলু ও নাবিল এইচ, সংস্কৃতিকর্মী অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, রনি দাস, উত্তম কাব্য, অপু মজুমদার, সাবেক ছাত্রনেতা স্বপন মাহমুদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, ছাত্রফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সভাপতি তানভীর রহমান, প্রথম আলো বন্ধুসভা, সিলেটের সাবেক সভাপতি সিকান্দার আহমদ শাকির, সাংবাদিক শাহ শরিফ উদ্দিন, কবি মিসবাহ জামিল।

Link copied!