• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

‘এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার’


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৩:৪১ পিএম
‘এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার’
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

কামরুল আহসান বলেন, “নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।”

এর আগে বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। 

Link copied!