• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বাইসাইকেলে ছিল ১৫টি স্বর্ণের বার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৯:০১ পিএম
বাইসাইকেলে ছিল ১৫টি স্বর্ণের বার

ভারতে পাচারের সময় বেনাপোলে বাইসাইকেল থেকে এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইমানুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক এক বাইসাইকেল আরোহীকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের মধ্যে থেকে এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

আটক আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 

Link copied!