বগুড়ার শেরপুরে বাবা ফেসবুকের পাসওয়ার্ড চাওয়ায় সঞ্চারী পারিজাত (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে শহরের জগন্নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সঞ্চারী পারিজাত রায় জগন্নাথপাড়া এলাকার কলেজ শিক্ষক নীহাররঞ্জন সরকারের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্চারী রাতে ল্যাপটপে ফেসবুক চালাচ্ছিল। এ সময় ফেসবুকের পাসওয়ার্ড চান তার বাবা। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সঞ্চারীর বাগ্বিতণ্ডা হয়। পরে রাতে নিজ ঘরে ঘুমাতে যায় সঞ্চারী। রাত ১২টার দিকে পাশের বাড়ির লোকজন জানালা দিয়ে সঞ্চারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।