• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

টাঙ্গাইলে ’৯৬ ব্যাচের মিলনমেলা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৩:২০ পিএম
টাঙ্গাইলে ’৯৬ ব্যাচের মিলনমেলা

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘সৌহার্দ্য ও স্মৃতি অন্বেষণে, মিলিত হবো আমার নব প্রাণে’—এ স্লোগানকে সামনে নিয়ে শহরের জাদুকর পিসি সরকারের বাড়িতে এ মিলন মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) সারা দিন নানা আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। র্যালি, কুরআন তেলাওয়াত, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন।

সকালে শহরের পৌর উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পিসি সরকারের বাড়িতে গিয়ে জেলার ১২টি উপজেলার ’৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়।

এরপর কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল পরিচয় পর্ব, আড্ডা, আগামীর পরিকল্পনা ও মধ্যাহ্নভোজ। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে ছিল র্যাফেল ড্র।

দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু-বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুলবন্ধু। এভাবে শহরের পিসি সরকারের বাড়িতে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এ সময় টাঙ্গাইল জেলা ’৯৬ ব্যাচের আয়োজক কমিটির আহ্বায়ক মাসুদ আল মামুন, সদস্য সচিব শফিকুল ইসলাম টুটুল, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ, মাজাহারুল ইসলাম, শাহীন আলম, শামীম আকতার বাবুল, ড. বাবুল হোসেন, ’৯৬ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর কামরুজ্জামান মুকুল, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, ডা. সাইদুর রহমান দিপু, জিটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুনসহ চার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

Link copied!