• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০১:৫৩ পিএম
রাসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে চার মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের আগে মিলনায়তনের বাইরে প্রার্থীদের ইভিএম মেশিনে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখানো হয়।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুরশিদ আলম ফারুকী (হাতপাখা)।

Link copied!