কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল পালনে ঝটিকা মিছিল করছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ভাঙচুর করা হয়।
রোববার (৫ নভেম্বর) সকালে শহরের বত্রিশ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এলে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন।
অন্যদিকে সদর উপজেলার নীলগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
এছাড়া গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মানুষের জানমাল রক্ষায় সতর্ক আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।