• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দুই পোশাকশ্রমিককে গ্রেপ্তার করায় থানা ঘেরাও


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৩:২১ পিএম
দুই পোশাকশ্রমিককে গ্রেপ্তার করায় থানা ঘেরাও

শতাধিক পোশাকশ্রমিকের নামে মামলা ও দুজনকে গ্রেপ্তার করায় সাভার মডেল থানা ঘেরাও করা হয়েছে।  

শনিবার (২০ মে) দুপুরে ফ্যাশন নিট গার্মেন্টেসের শতাধিক কর্মী থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় ক্ষুব্ধ পোশাকশ্রমিকরা কয়েক দফা দাবিতে থানার সামনে অবস্থান নিয়ে গ্রেপ্তার দুজনের মুক্তির দাবি জানায়।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) ফ্যাশন নীট গার্মেন্টেসের এ জি এম রিয়াজুল শরীফ শতাধিক শ্রমিকের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

পোশাকশ্রমিকরা বলেন, “ঈদের আগে গার্মেন্টেসের কর্মীরা   বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে। পরে কারখানার কর্মকর্তারা বেতন পরিশোধ করে। আজ (২০ মে) আমাদের দুই পোশাকশ্রমিক জাবেদ ও এম ডি দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাদের মুক্তি চাই।”

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, শুক্রবার (১৯ মে) একটি মামলা করা হয়েছিল। সেই মামলায় জাবেদ ও এম ডি দুলাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

Link copied!