• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৭:৪৪ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। ইতোমধ্যে সেই ওয়ার্ডে আট রোগী ও আইসিইউতে একজন ভর্তি আছেন।

বুধবার (৫ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মেদ।

শামীম আহম্মেদ বলেন, “রামেকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬টি বেড রয়েছে। এর মধ্যে ৮ জন মহিলা ও ৮ জন পুরুষ চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি একটি বিশেষ চিকিৎসক টিমও রাখা হয়েছে।”

রামেক পরিচালক আরও বলেন, “রামেক ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৮ জন চিকিৎসাধীন। এছাড়া ডেঙ্গু ও কিডনির সমস্যা নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন। আক্রান্ত সবাই রাজশাহীর বাইরে থাকেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে স্থানীয়দের কেউ এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!