ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যাব পরিচয়ে বাস থেকে এক যাত্রীকে নামিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার নারায়নপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সফর উদ্দিন ইসলাম মুন্না এবং কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাও গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভল্যা মসজিদের সামনে র্যাবের কটি পরা চার ব্যক্তি একটি বাসের গতিরোধ করেন। এরপর বাসে উঠে হেলাল মোল্লা নামের এক ব্যবসায়ীকে নামিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা ১৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাকে ডুবাইল কবরস্থানের পাশে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী হেলাল মোল্লা ২৩ আগস্ট মির্জাপুর থানায় মামলা করেন। পুলিশ ২৪ আগস্ট ময়মনসিংহ থেকে মুন্নাকে গ্রেপ্তার করে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সাতক্ষীরার দেবহাটা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি প্রাইভেটকার, ১টি কালো ক্যাপ, ১টি কালো চশমা, ১টি বাঁশের লাঠি, ২টি গামছা, ১ লাখ টাকা, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র্যাব পরিচয়ে ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।