• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রাসিক নির্বাচন: ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৮:৪৯ পিএম
রাসিক নির্বাচন: ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (১ জুন) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদের ১১২ জন এবং নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী লালমন হোসেন, ১৫ নম্বরের ওমর ফারুক, ১৭ নম্বরের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বরের সিরাজুল ইসলাম, ২১ নম্বরের রায়হানুর রহমান, ২৪ নম্বরের আতিকুর রহমান, ২৬ নম্বরের সারোয়ার জাহান এবং ১১ নম্বরের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এই নির্বাচনের বৈধ চার মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম। শুক্রবার (২ জুন) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Link copied!