• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৯:১৩ পিএম
পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার আগে ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. লোকমান হোসেনের মেয়ে জান্নাতুন আদন (১১) এবং কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলার ইলুচিয়া এলাকার মৃত বানু পালের ছেলে বাবুল পাল (৬৫)।

আহতরা হলেন নিহত বাবুল পালের স্ত্রী সীমা পাল (৪৫), ছেলে তন্ময় পাল (২৫), গৌরীপুর উপজেলার পাটবাজার মোড় এলাকার ইন্দ্রজিৎ দাসের স্ত্রী সুপ্তি পাল (৩৫), ছেলে শ্রেষ্টজিৎ দাস (৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ময়মনসিংহে যাচ্ছিল। প্রাইভেটকারটি চরহোসেনপুর এলাকার হেলাল উদ্দিনের পুকুর সংলগ্ন আসা মাত্রই মাদ্রাসাছাত্রী জান্নাতুন আদন হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ওই সময় মাদ্রাসাছাত্রী গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। অপরদিকে প্রাইভেটকারে থাকা এক যাত্রীরও মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!