• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০২:৪৫ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় নজরুল ইসলাম খোকন (৫০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) দুপুরে নজরুলকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (৯ জুন) রাতে উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নজরুল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজরুল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Link copied!