রাজশাহী মহানগরীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দুটি ব্যাটারিচালিত রিকশা থেকে বইগুলো জব্দ করে পুলিশ। বস্তার ওই বইগুলো প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই বলে পুলিশ জানায়। বইগুলো ২০২৩ সালের ছিল।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় সরকারি বই বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো জব্দ করে।
তিনি আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তাও খোঁজ নেওয়া হচ্ছে। দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”