• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

ফেনীতে গরুর মাংসের দাম নির্ধারণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:৪৪ পিএম
ফেনীতে গরুর মাংসের দাম নির্ধারণ
মাংসের দোকান। ছবি : সংগৃহীত

ফেনী শহরে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করেছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সোমবার (১১ ডিসেম্বর) পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই দাম নির্ধারণ করেন তিনি।

সভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “আমরা আশপাশের জেলা ও উপজেলা যাচাই করে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করেছি। প্রতি কেজি মাংসের মধ্যে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাঁড়-চর্বি থাকবে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে ব্যবসায়ীদের সম্মতিক্রমে এই দাম নির্ধারণ করা হয়েছে।”

সভায় ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী, সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!