• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৯:২৫ পিএম
মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড

বরগুনায় মিথ্যা মামলা করার দায়ে বাদীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার আমতলী উপজেলার পূর্ব গাবতলী গ্রামের মো. হানিফের স্ত্রী নিলুফা বেগম। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত নিলুফা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ১৭ জানুয়ারি একই এলাকার আবদুল খালেকের ছেলে আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। পরে তদন্ত প্রতিবেদনে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। ২০১৮ সালের ২০ নভেম্বর মামলাটি খারিজ হয়ে যায়। এরপর মিথ্যা মামলা করার অপরাধে আসামি আবুল কালাম বাদী হয়ে ২০১৯ সালের ২০ মার্চ নিলুফা বেগমের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় নিলুফা বেগমকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্র পক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “একটি যুগান্তকারী রায় হয়েছে। এই ম্যাসেজটি সবাই জানলে কেউ মিথ্যা মামলা করবে না। আইন আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল।”

নিলুফার আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, “এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।”

Link copied!