জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) সকালে জয়পুরহাট-পাহাড়পুর সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি হোসেন (৩৫) এবং অপরজন নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সামিউল (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জনি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। দুর্গাদহ বাজার এলাকায় পৌঁছলে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি অপর একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় অপর মোটরসাইকেলের চালক ছামিউলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় পিকআপটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।