• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ২


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:২৭ পিএম
পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ২
ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেপ্তার। ছবি : প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পাথরভর্তি ট্রাক থেকে দুইশ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাথরভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী এলাকার মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) এবং মধ্যধুপনি গুড্ডিমারি এলাকার মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথরবোঝাই ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাকের ভেতর পাথরের নিচ থেকে দুটি চটের বস্তায় দুইশ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল ও ট্রাক জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

Link copied!