• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০২:২৯ পিএম
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্টিফেন তিরকি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে শহরের পরিষদ পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্টিফেন তিরকি ওই এলাকার দানিয়েল তিরকির ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত সাড়ে ১০টার দিকে পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফেন তিরকিকে গুরুত্ব অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা স্টিফেনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিকিৎসক ডা. সালাম জানান, স্থানীয়রা তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে।

Link copied!