• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শৈলকুপায় ডেঙ্গুতে একজনের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০২:২৭ পিএম
শৈলকুপায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিক হোসেন উপজেলার দিগনগর গ্রামের রাব্বি শেখের ছেলে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ২৮ আগস্ট জ্বর, পেটব্যথা, বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন মানিক হোসেন। এরপর পরীক্ষার শেষে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। প্রাথমিকভাবে হাসপাতালেই ভর্তি ছিল। কিন্তু রাতের পর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এরপর সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতাল ছাড়ার আগেই তার মৃত্যু হয়।

ডা. রাশেদ আল মামুন আরও জানান, বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে।

Link copied!