• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যিক জাহাজ থেকে তেল পাচার, আটক ২


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০১:২৩ পিএম
বাণিজ্যিক জাহাজ থেকে তেল পাচার, আটক ২

বাগেরহাটের মোংলা বন্দরের একটি বিদেশি জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মোংলা পৌর এলাকার ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনি (২৫)। তাদের বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, বুধবার রাতে মোংলা বন্দরের হাড়বাড়িয়া নামক স্থানে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে একদল পাচারকারী তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন খবর আসে মোংলা থানা পুলিশের কাছে। এ সময় অভিযান চালানো হয়। পরে ধাওয়া করে মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা ও রনিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২০ ড্রাম জ্বালানি তেল জব্দ করে পুলিশ।

Link copied!