• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

হরতাল-অবরোধ করে রেহাই পাওয়া যাবে না : শিরিন আখতার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৭:২০ পিএম
হরতাল-অবরোধ করে রেহাই পাওয়া যাবে না : শিরিন আখতার

হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও করে বিএনপি রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি-জামায়াতের হরতাল ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে জেলার ছাগলনাইয়া উপজেলায় জাসদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার বলেন, “শেখ হাসনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। এই উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতার বিরোধী শক্তি নানা চক্রান্ত করছে। উন্নয়নের স্বার্থে এ সরকার বারবার দরকার।“

উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসদ কমিটির সভাপতি নুরুল আমিন।

সমাবেশের পূর্বে শহরের আদালত মাঠে জড়ো হয়ে দলটির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

Link copied!