• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:১৮ পিএম
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও
ঘটানাস্থল। ছবি : প্রতিনিধি

মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিল দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল তারা। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। এরপর কেউই আর বেঁচে ফিরতে পারেননি।

শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা। সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন সিয়াম ও সোহান। তাদের বাবারা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
 

Link copied!