• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মা রান্নার কাজে ব্যস্ত, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৪২ পিএম
মা রান্নার কাজে ব্যস্ত, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আছিয়া দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আছিয়া আক্তার বাড়ির ভেতরে নলকূপ পাড়ে খেলতে যায়। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বালতির পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Link copied!