• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৪:৫০ পিএম
২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার ভাগ্নের হাতে মামা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান ওরফে রফিক মাতুব্বর (৫২) নামের এক আসামিকে ২৯ বছর বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার বাবলাতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, “১৯৯৪ সালের ৭ জুন আব্দুল মান্নান তার আপন ছোট ভাই মো. নান্নুর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হন। পরে আব্দুল মান্নানের ছোট মামা ওসমান খামারু দুই ভাইয়ের ঝগড়া মেটানোর জন্য তাদের বাড়িতে আসেন। এ সময় আব্দুল মান্নান তার মামার দিকে ধারাল বর্শা ছুড়ে মারেন। এ সময় ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় ওসমানের পরিবারের লোকজন কুষ্টিয়ার ভেড়ামারা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সবশেষ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতল এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে ভূয়া পরিচয়ে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” 

Link copied!