• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

কক্সবাজারে নৃত্যশিল্পীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৮:৫৪ পিএম
কক্সবাজারে নৃত্যশিল্পীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম প্রকাশ হারবদলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুল কক্সবাজার পৌরসভার ঘোনাপাড়া এলাকার নূর আহম্মদের ছেলে।

র‌্যাব কর্মকর্তা জানান, কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। কয়েকদিন আগে তাদের দুজনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেয়।

ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করেন। এরপর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যায়। অপরজন ঢাকার উদ্দেশে চলে যায়। রামুতে নেমে যাওয়া কিশোরীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযানে নামেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর রামু উপজেলার রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!