• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে নিম্ন আয়ের লোকজন


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ১০:৩৩ এএম
মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে নিম্ন আয়ের লোকজন
কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি : সংবাদ প্রকাশ

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের শেষ সপ্তাহে হার কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে।

শ্রমজীবী ও নিম্ন আয়ের লোকজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন ।

শুক্রবার (৫ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

জেলা শহরের কাঁঠালবাড়ি এলাকার কৃষক রহমত আলী বলেন, “সকালে থাকি কনকনে ঠান্ডায়। জমিতে কাজ করা খুব কষ্ট হচ্ছে। রাত থেকে কুয়াশা পড়তেছে।”

রিকশাচালক খোকন মিয়া বলেন, “শুক্রবার সকাল থাকি রোদ উঠলেও ঠান্ডা বাতাস বইছে। এতে রিকশা চালানো খুব কষ্টের।”

Link copied!