• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১২:৩৮ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে মতিউর রহমান মনোয়ার (৩৬) নামের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‍্যাব-৫।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাবের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের দুর্গাদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মতিউর রহমান মনোয়ার জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের মঈন উদ্দিন প্রামাণিকের ছেলে।

র‍্যাব জানায়, ৭ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার দায়রা আদালতের বিচারক মতিউর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার  ইমদাদ হোসেন বিপুল বলেন, আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!