ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ মিয়ার (৭৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একে এম মুনসুর আহমেদ বিপন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ১০ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন রয়েছেন।
আইনজীবী আব্দুল বাছেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি জানান, তার বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসায় থেকে টাঙ্গাইল জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন। তিনি গত ১৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন এক হাজার ৬০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩২ জন রোগী।